"Numbers rule all the things"- Pythagoras
(580-500 B.C)
অংককে আমি ভয় পাই।
কিন্তু সংখ্যাতত্তের প্রতি কেমন
দূর্বলতা যেন কাজ করে।
লাইনের হিসাবে লিখতে
এক ধরণের মজাই লাগে।
এর আগে ছোট গল্প লিখেছি
২০০ শব্দে, ১০০ শব্দে এবং
৫০ শব্দেও। এবার মনে হলো
লাইনগুণে কবিতার মতো
কিছু লেখা যাক।
কবিতার মতো।
আদতে এগুলো কবিতা নয়।
আদতে এক লাইন, দুই লাইন,
তিন লাইন, চার লাইন
একটা ভাবনাগুচ্ছ।
যেই ভাবনাগুচ্ছকে সাজানো হয়েছে
একটা নির্দিষ্ট সংখ্যার বিচারে।
"Numbers rule all the things"- Pythagoras
(580-500 B.C)
অংককে আমি ভয় পাই।
কিন্তু সংখ্যাতত্তের প্রতি কেমন
দূর্বলতা যেন কাজ করে।
লাইনের হিসাবে লিখতে
এক ধরণের মজাই লাগে।
এর আগে ছোট গল্প লিখেছি
২০০ শব্দে, ১০০ শব্দে এবং
৫০ শব্দেও। এবার মনে হলো
লাইনগুণে কবিতার মতো
কিছু লেখা যাক।
কবিতার মতো।
আদতে এগুলো কবিতা নয়।
আদতে এক লাইন, দুই লাইন,
তিন লাইন, চার লাইন
একটা ভাবনাগুচ্ছ।
যেই ভাবনাগুচ্ছকে সাজানো হয়েছে
একটা নির্দিষ্ট সংখ্যার বিচারে।